কলকাতা পুলিশ জিকে কুইজ || Kolkata Police Constable GK Mock Test Part :: 01
ডিয়ার পরীক্ষার্থী,
আমরা সকলেই জানি যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা আর মাত্র হাতে কটা দিন বাকি। আমরা আশা করি তোমরা এই পরীক্ষার জন্য অনেকদিন আগে থেকেই নিজেকে বিভিন্ন রকম ভাবে প্রস্তুত করে যাচ্ছো আর যেদিন থেকে পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে সেই দিন থেকে তোমরা প্রস্তুতি লেবেল প্রচুর পরিমানে বাড়িয়ে দিয়েছো।
আমরা আজকে তোমাদের সেই প্রস্তুতিকে এক ধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের আজকের ছোট্টো প্রচেষ্টা হল, কলকাতা পুলিশ কনস্টেবল জিকে কুইজ এই পোস্টটি। আমাদের আজকের এই পোস্টটির মধ্যে থাকছে জিকে বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন, যে প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে।
তাই তোমরা অবশ্যই কুইজটিতে অংশগ্রহণ করো এবং নিজেকে সঠিক ভাবে এবং বিভিন্ন রকম ভাবে প্রস্তুত করে তোল।
Kolkata Police Constable GK Mock Test
| পরীক্ষা | Kolkata Police Constable |
| পর্ব | ০১ |
| বিসয় | GK |
| প্রশ্ন সংখ্যা | ৪০ |
| সময় | ৬০ সেকেন্ড/ প্রশ্ন |
আমাদের সহযোগিতা তোমাদের সাফল্য
Time's Up
score:

No comments:
Post a Comment