Breaking




Monday, 31 March 2025

গণিতে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF

গণিতে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF || Common Mathematical Symbols In Bengali

গণিতের ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF
গণিতে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি অঙ্কে ব্যবহৃত চিহ্ন তালিকা PDF, যে PDF-টি তোমাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভীষণ ভাবে কাজে আসবে। তাই তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচে দেওয়া তালিকাটি দেখে নাও এবং এই তালিকাটির PDF-টি সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।
এই পোস্টটি তোমাদের যে কোন চাকরীর পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে এবং ক্লাসের অঙ্কের ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে তাই তোমরা পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়বে।

গণিতে ব্যবহৃত চিহ্ন তালিকা 

গাণিতিক চিহ্ন ব্যাবহারিক অর্থ
α আলফা
β বিটা
γ গামা
δ ডেল্টা
π পাই
Σσς সিগমা
| | সমান্তরাল লাইন
বর্গমূল
ε এপসাইলন
ζ জেটা
η ইটা
θ থিটা
ι আইওটা
κ কাপ্পা
λ ল্যামডা
μ মিউ
ρ রো
τ টাউ
υ ইপসাইলন
φ ফাই
χ কাই
ψ সাই
ω ওমেগা
ν নিউ
ξ সি
ο ওমিক্রন
কোণ
ত্রিভুজ
সাবসেট
< নিম্নতম
>
অতএব
= সমান
মিল
যেহেতু বা কারণ বা যেমন

গণিতে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  গণিতে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ 

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  116 KB   



No comments:

Post a Comment