Breaking




Wednesday, 5 March 2025

একনজরে বাংলা বর্ণমালা PDF || বাংলা বর্ণমালা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

একনজরে বাংলা বর্ণমালা PDF | List of Bengali alphabet in Bengali PDF

একনজরে বাংলা বর্ণমালা PDF || List of Bengali alphabet in Bengali PDF
একনজরে বাংলা বর্ণমালা PDF || List of Bengali alphabet in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে বাংলা বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করলাম। আজকের টপিকটি হল,বাংলা বর্ণমালা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF । আমরা আজকেই এই বিষয়টি থকে অবগত আছি, তাই সবার বাংলা বর্ণমালা সম্পর্কে জ্ঞান বাড়ানোর জন্য এই পোস্টটি উপস্থাপন করলাম।
               আমরা যে সমস্থ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি যে পরীক্ষায় বাংলা আছে সেই সকল পরীক্ষা গুলির ক্ষেত্রে এই টপিকটি বিশেষ ভাবে কাজে আসবে।
বাংলা বর্ণমালা তালিকা 

বাংলা বর্ণমালায় সবরবর্ণ কয়টি ?
উত্তরঃ ১১টি

 বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি ?
উত্তরঃ ৩৯টি

 বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ৭টি

 বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ২টি

 বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি ?
উত্তরঃ ২৫টি

 বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ৪টি

 বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ৭টি

 বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ১০টি

 বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি ?
উত্তরঃ ৮ টি

 বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি ?
উত্তরঃ ৩২ টি

 বাংলা বর্ণমালায় কার কয়টি ?
উত্তরঃ ১০ টি [আ -কার (া ), ই-কার ( ি), ঈ- কার ( ী ), উ- কার ( ু), ঊ- কার (ূ), এ- কার ( ে ) , ঐ-কার ( ৈ ), ও -কার ( ে া ), ঔ-কার ( ৌ)]

 বাংলা বর্ণমালায় স্পর্শবর্ণ কয়টি ?
উত্তরঃ ২৫ টি

 বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি ?
উত্তরঃ ৫০টি(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)

 বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)

 বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ কয়টি ?
উত্তরঃ ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
 
 বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ কয়টি ?
উত্তরঃ ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)

 বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ কয়টি ?
উত্তরঃ ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)

 বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)

 বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ কয়টি ?
উত্তরঃ ৫টি (ম, ন, ব,য, র)

 বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি কয়টি ?
উত্তরঃ ২৫টি (ক থেকে ম পর্যন্ত)

 বাংলা বর্ণমালায় কন্ঠ/ জিহ্বামূলীয় ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (“ক” বর্গীয়ধ্বনি)

 বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)

 বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)

 বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)

 বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৫টি (“প” বর্গীয় ধ্বনি)

 বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১৪টি

 বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১১টি

 বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১৩টি

 বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১১টি

 বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি কয়টি ?
উত্তরঃ ৮টি

 বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৪টি

 বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি কয়টি ?
উত্তরঃ ৪টি

 বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১টি (ল)

 বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি কয়টি ?
উত্তরঃ ১টি (র)

 বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি কয়টি ?
উত্তরঃ ২ টি (ড়, ঢ়)

বাংলা বর্ণমালা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: একনজরে বাংলা বর্ণমালা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  205 KB    


No comments:

Post a Comment