Breaking




Thursday, 29 August 2024

100+ ভারতের মহান ব্যক্তিবর্গের উপাধি | বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF

ভারতের মহান ব্যক্তিবর্গের উপাধি || বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF 

১০০+ ভারতের মহান ব্যক্তিবর্গের উপাধি || বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF
১০০+ ভারতের মহান ব্যক্তিবর্গের উপাধি || বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF
সুপ্রিয় বন্ধুগন ,
আজকে আমরা তোমাদের GK বিষয়টিকে শক্তিশালী করার জন্য একটি খুবি উল্লেখ্যযোগ্য বিষয়  শেয়ার করছি। যে পোস্টটি তোমাদের সাধারণ জ্ঞানকে আর মজবুত করে তুলবে এবং তোমদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলির ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। আজকে আমরা বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF এই পোস্টটি তোমাদের দিচ্ছি যে পোস্টটিতে ভারতের কিছু মহান ব্যাক্তিদের নাম এবং তাঁদের উপাধীর নাম দারুন সুন্দর ভাবে তালিকা আকারে দেওয়া আছে। 
      
  সুতরাং আর কোনরকম সময় নষ্ট না করে জেনে নিন মহান ব্যক্তিবর্গের উপাধি গুলি এবং PDF সংগ্রহ করে নাও পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য...

ব্যক্তিবর্গের উপাধির তালিকা 

ব্যক্তির নাম উপাধি
সৌরভ গাঙ্গুলি প্রিন্স অফ কলকাতা
মাদার টেরেসা Mother/Saint of gutters
ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী
বল্লভ ভাই প্যাটেল ভারতের বিসমার্ক/সর্দার
লতা মঙ্গেশকর এশিয়ার Nightingale
ভগৎ সিং শহীদ ই আজম/
Prince of martyrs
চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজী/C.R
স্বামী বিবেকানন্দ ভারতের রুশো
টি প্রকাশম অন্ধ্র কেশরী
কালিদাস ভারতের শেক্সপীয়ার
গৌতম বুদ্ধ এশিয়ার আলো
আশুতোষ বাংলার কেশরী
মিলখা সিং উড়ন্ত শিখ
রামমোহন রায় Indian History
ললিত মুখার্জি ললিত মুখার্জি
শচিন টেন্ডুলকর The লিটল মাস্টার/
মাস্টার ব্লাস্টার
রজনীকান্ত Superstar
বীরেন্দ্র সেহওয়াগ মুলতান কি সুলতান
শার্মিলা চানু /ইন্দিরা গান্ধী লৌহ মানবী
বাল গঙ্গাধর তিলক লোক মান্য
নানা ফরনবিশ দক্ষিণের চাণক্য
নাগার্জুন ভারতের আইনস্টাইন
চানক্য ভারতের ম্যাকিয়াভেলি
অম্বিকা গিরি রায়চৌধুরী আসাম কেশরী
MS gohlwalker গুরুজী
বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব
লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ
মদন মোহন মালভ্য মহামান্য/Prince of beggars
ব্রহ্মগুপ্ত ভারতের নিউটন
দাদাভাই নৌরজি ইন্ডিয়ান গ্লাডস্টোন
বিনোদ ভাবে আচার্য
জয়নাল আবেদীন কাশ্মীর এর আকবর
গোপালহরি দেশমুখ লোকহিতবাদী
CF অ্যান্ড্রুজ দিনবন্ধু
রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন /অজাতশত্রু
পিটি উষা পাওলি এক্সপ্রেস /উড়ন্ত পরী
ফজলুল হক শের ই বঙ্গাল
বাবা আমতে অভয় সাধক
অনিল কুম্বলে Jumbo
সুভাষ চন্দ্র বসু ভারতের বেকন
জগজীবন রাম বাবুজি
কার্পুরী ঠাকুর জননায়ক
খান আব্দুল গফ্ফার খান বাদশা খান /সীমান্ত গান্ধী
S.N ব্যানার্জী রাষ্ট্রগুরু
লর্ড হার্ডিঞ্জ বাংলার কষাই কাজী
রাহুল দ্রাবিড় The ওয়াল/Jammy
সমুদ্র গুপ্ত ভারতের নোপোলিয়ান
বাসুদেব বলবন্ত ফারকে /Shiva Rajaram দ্বিতীয় শিবাজী
ক্ষুদিরাম অগ্নিশিশু
লালা লাজপৎ রাই পাঞ্জাব কেশরী
আবুল ফজল আকবরের জনাথন
সেলিম আলী পক্ষী মানব
সুনীল গাভাস্কার লিটল মাস্টার/Sunny
নভোজিৎ সিধু Sherry
কপিলদেব হরিয়ানার হ্যারিকেন
সিতারা দেবী নৃত্য সম্রাজ্ঞী
মীর সৈয়দ আলী প্রাচ্যের রাফায়েল
ভিকাজী রুস্তম কামা বিপ্লব বাদের জননী
Pazhassi Raja কেরালার সিংহ
পুরুষোত্তম দাস ট্যান্ডন রাজর্ষি
বিন্দুসার অজাত শত্রু
যতীন্দ্র মোহন সেনগুপ্ত দেশপ্রিয়
শকুন্তলা দেবী কম্পিউটার মানবী
মহাত্মা গান্ধী Saint of Sabarmati
দয়ানন্দ স্বরস্বতী ভারতের মার্টিন লুথার
বাল্মীকি আদি কবি
রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব
টিপু সুলতান মহীশুরের এর বাঘ
শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী
জয় প্রকাশ নারায়ণ লোক নায়ক
চৌধুরী দেবী লাল তাও
মহাত্মা গান্ধী বাপুজি
জওহরলাল নেহেরু পণ্ডিতজি /চাচা
সরোজিনী নাইডু ভারতের Nightingale
সন্ধ্যাকর নন্দী দক্ষিণের মনু
গোপীনাথ বরদৌলি লোক প্রিয়
মহিন্দ্র অমরনাথ Jimmy
চন্দ্র শেখর Young Turk
মাদার টেরেসা Mother
ঔরঙ্গজেব বাদশা গাজি, আলমগির, জিন্দাপির
কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ
গৌতম বুদ্ধ এশিয়ার আলো
বল্লভভাই প্যাটেল ভারতের বিসমার্ক
বি আর আম্বেদকর আধুনিক মনুষ
মহেশ দাস বীরবল
মীর নিশার আলী তিতুমীর
মহম্মদ-বিন-তুঘলক জুনা খাঁ
যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয়
জওহরলাল নেহেরু চাচাজি
গিয়াসুদ্দিন বলবন উলুগ খাঁ
কুতুবউদ্দিন আইবক লাখবক্স
ইলতুতমিস সুলতান ই আজম
আশুতোষ মুখার্জী বাংলার বাঘ
গোবিন্দ ধন্দুপন্থ নানা সাহেব
গিয়াসুদ্দিন তুঘলক গাজি মালিক
বিষ্ণুগুপ্ত চানক্য বা কৌটিল্য
মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি
বীরেন্দ্রকৃষ্ণ শাসমল দেশপ্রান
নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায়
বিধানচন্দ্র রায় বাংলার রুপকার

বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা PDF টি পেতে নীচের Download-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের মহান ব্যক্তিবর্গের উপাধি

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  660 KB

Download Link :      



তো আজকে আমরা জানলাম ভারতের মহান মহান ব্যাক্তিবর্গের উপাধি গুলি সম্পর্কে, আমরা যদি এই বিষয়টি ভালভাবে মনে রাখতে পারি আগত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আপনাদের পোস্টটি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেননা । ধন্যবাদ , আপনার দিনটি শুভ হোক

No comments:

Post a Comment