একনজরে খনিজ সম্পদ - সংজ্ঞা || ভূমিকা || বৈশিষ্ট্য || শ্রেণীবিভাগ
বন্ধুগন,
আজকে আমরা তোমাদের ভূগোল বিষয়ের দারুন একটি টপিক সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। যে পোস্টটি তোমরা পড়ে রাখলে অবশ্যই তোমাদের বিভিন্ন রকম ভাবে কাজে আসবে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একনজরে খনিজ সম্পদ এই পোস্টটি। আমরা আলোচনা খনিজ সম্পদের সংজ্ঞা || ভূমিকা || বৈশিষ্ট্য || শ্রেণীবিভাগ এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সমূহ।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে আমাদের দেওয়া এই পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে এই সমস্থ বিষয় গুলি সম্পর্কে অবগত রাখ।
ভূমিকা
⦿ আধুনিক যন্ত্রসভ্যতা পুরোপুরি খনিজসম্পদ নির্ভর। খনিজ সম্পদের ওপর ভর করে মানুষ পৌঁছে গেছে মহাকাশে এবং সেই সঙ্গে পৌঁছে গেছে মানব সভ্যতার চরম শিখরেও। প্রাচীনকাল থেকে খনিজ সম্পদের আহরণ ও ব্যবহার ঘটলেও এই সম্পদের ব্যাপক ব্যবহার শুরু হয় শিল্পবিপ্লবের সময় থেকে। খনিজ সম্পদকে ঘিরে শুরু হয় শিল্পের বিকাশ, তথা দেশের অর্থনৈতিক উন্নতি, তাই এই খনিজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।
খনিজের সংজ্ঞা
⦿ সাধারনভাবে খনিজ দ্রব্য বলতে ভূপৃষ্ঠের ওপর ও নীচ থেকে যেসব দ্রব্য উত্তোলন করা হয়, তাদের বোঝায়। যেমন - মাটির নীচ থেকে কয়লা,লৌহ আকরিক,তামা,পেট্রোলিয়াম ইত্যাদি উত্তোলন করা হয়, তেমনি ভূপৃষ্ঠ থেকে লবন,চুনাপাথর ইত্যাদি আহরণ করা হয় কিন্তু ''খনিজ'' -এর একটি বিজ্ঞান সম্মত সংজ্ঞা আছে - প্রকৃতি থেকে পাওয়া যায় এমন সমস্ত বস্তু, যাদের রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট এবং যেগুলি অজৈব প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট হয়, তাকেই খনিজ বলে। বেশিরভাগ ক্ষেত্রে খনিজ দুটি বা তার বেশি মৌলিক উপাদানের রাসায়নিক মিশ্রনে গঠিত। তবে অনেক সময় একটিমাত্র মৌলিক উপাদান দিয়েও খনিজ গঠিত হয়।
খনিজের বৈশিষ্ট্য
① খনিজ তেল ও কয়লার মতো খনিজগুলি জৈব পদার্থে গঠিত কিন্তু বিশ্বের বেশির ভাগ খনিজ পদার্থই অজৈব উপাদানে গঠিত।
② ক্রমাগত ব্যবহারের ফলে খনিজের পরিমাণ হ্রাস পায় এবং খনিজের পুনঃস্থাপন করা যায় না অর্থাৎ এটি গচ্ছিত সম্পদ । যেহেতু খনিজ সম্পদকে আহরণ করা হয়ে গেলে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া যায় না, তাই খনিজ আহরণ শিল্পকে ''লুণ্ঠন শিল্প'' বলা হয়
③ খনিজের প্রাপ্তি অনেকটাই শিলা ও জলবায়ুর ওপর নির্ভর করে। যেমন - পাললিক শিলায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
④ খনিজ প্রকৃতিতে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় মানুষ একে তৈরি করতে পারে না।
⑤ কয়লা ও পেট্রোলিয়ামের মতো খনিজগুলি একবার ব্যবহারে শেষ হয়ে যায় কিন্তু রুপো ও তামার মতো খনিজ গুলি পুনরায় ব্যবহার করা যায়।
খনিজের শ্রেনিবিভাগ
⦿ প্রকৃতিতে নানা প্রকারের খনিজ দ্রব্য পাওয়া যায়, তবে প্রকৃতিগত পার্থক্য অনুসারে সমস্ত খনিজ দ্রব্যকে প্রধান দু-ভাগে ভাগ করা যায় ; যথা - ধাতব খনিজ ও অধাতব খনিজ।
![]() |
খনিজের শ্রেনিবিভাগ |
মুখ্য বিভাগ | উপবিভাগ | খনিজ দ্রব্যের নাম |
---|---|---|
ধাতব খনিজ | (১) লৌহবর্গীয় খনিজ | আকরিক লোহা |
(২) লৌহ-সংকর খনিজ | ম্যাঙ্গানিজ, টাংস্টেন, নিকেল, ক্রোমাইট প্রভৃতি | |
(৩) অ-লৌহবর্গীয় খনিজ | তামা, দস্তা, সিসা, সোনা, টিন, বক্সাইট প্রভৃতি | |
অ-ধাতব খনিজ | (১) জ্বালানি খনিজ | কয়লা, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, খনিজ তেল প্রভৃতি |
(২) স্থাপত্য কালে ব্যবহৃত খনিজ | গ্রানাইট, মার্বেল, চুনাপাথর, জিপসাম প্রভৃতি | |
(৩) রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ | পটাশ, গন্ধক, ডলোমাইট, ফসফেট প্রভৃতি | |
(৪) অন্যান্য অ-ধাতব খনিজ | চিনামাটি, অভ্র, গ্রাফাইট প্রভৃতি | |
জ্বালানি খনিজ | (১) কঠিন খনিজ | কয়লা |
(২) তরল খনিজ | খনিজ তেল | |
(৩) গ্যস খনিজ | প্রাকৃতিক গ্যাস | |
(৪) পারমাণবিক খনিজ | ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি |
ⓐ ধাতব খনিজ ঃ যেসব খনিজ দ্রব্য গালানো হয় ধাতু পাওয়া যায় , তাদের ধাতব খনিজ বলে। সমস্ত ধাতব খনিজ অবিশুদ্ধ প্রকৃতির। এগুলির মধ্যে অনেক উদ্বায়ী পদার্থ বা ধাতুমল থাকে। শিল্পে এগুলি অজন-হ্রাসশীল কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। উদাহরন হিসাবে বলা যায় যে, এক টন লৌহআকরিক গলালে মাত্র আধ টন লোহা পাওয়া যায়।
ⓑ অ-ধাতব খনিজ ঃ যেসব খনিজকে গালানো যায়, অথচ সেখান থেকে নানা অ-ধাতব পদার্থ, উপজাত দ্রব্য প্রভৃতি পাওয়া যায়, তাদের অ-ধাতব খনিজ বলে। সাধারনত এসব খনিজ বিশুদ্ধ প্রকৃতির হয়। কয়লা,চুনাপাথর,অভ্র - এর উদাহরণ।
◘ লৌহবর্গীয় খনিজঃ যেসব আকরিক থেকে লোহাধাতু সবচেয়ে বেশি পরিমানে পাওয়া যায় তাকে লৌহবর্গীয় খনিজ বলে। যেমন- হেমাটাইট,ম্যাগনেটাইট প্রভৃতি।
◘ অ-লৌহবর্গীয় খনিজঃ যেসব আকরিক থেকে লোহা বা লউহ-সংকর ধাতু ছাড়া অন্যান্য ধাতব পদার্থ পাওয়া যায়, তাদের অ-লৌহবর্গীয় খনিজ বলে। যেমন- তিন,তামা,সোনা প্রভৃতি।
ⓒ জ্বালানি খনিজ ঃ যেসব খনিজ সম্পদকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়,তাদের জ্বালানি খনিজ বলে। যেমন - কয়লা,প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।
আরও পড়ুন - রেচন : সংজ্ঞা | গুরুত্ব | শ্রেণী বিভাগ
No comments:
Post a Comment