ভারতের অর্থনৈতিক বিকাশ
নমস্কার বন্ধুরা ,
কেমন আছো সকলে ? আমরা আজকে পড়বো , ভারতের অর্থনৈতিক বিকাশ এর সম্পর্কে । আমাদের এই বিষয়টি জেনেরাখা খুবি প্রয়োজন ভারতীয় নাগরিক হিসাবে । কারন অর্থনীতি এমন একটি জিনিস যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে আছে । কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিকঠাক না থাকলে সেই দেশ সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ে ।
সুতরাং আর দেরি না করে ভারতের অর্থনৈতিক বিকাশ সম্পর্কে জেনে নেওয়া যাক ।
অর্থনৈতিক বিকাশ
কোনো দেশের অর্থনৈতিক বিকাশ ঘটানো খুব একটা সহজ বিষয় নয় , কারন একটি দেশকে সঠিক পথে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে অনেক সঠিক পরিকল্পনার প্রয়োজন । কারন সঠিক পরিকল্পনা না থাকলে সেই দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া খুবি কঠিন ।
তাই ভারতবর্ষের সরকার অর্থনৈতিক দিক থেকে উন্নতির জন্য কিছু সরকারী পরিকল্পনা গ্রহন করেছে। সেই পরিকল্পনা গুলি হল নিম্নরুপ------
ইন্দিরা আবাস যোজনা
![]() |
ইন্দিরা আবাস যোজনা |
● এই প্রকল্পের উদ্দেশ্য - ST , SC বা SC-ST নয় অথচ দারিদ্র সীমার নীচে বসবাস করে এরকম গ্রামীণ দরিদ্র ব্যক্তির জন্য বাসস্থন করে দেওয়া ।
● ৬০ ঃ ৪০ অনুপাতে অর্থ বরাদ্দ হবে যথাক্রমে SC-ST বা SC-ST নয় এরকম B.P.L- দের জন্য ।
● অন্তত ১৫% ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হবে ।
● ৭৫ ঃ ২৫ অনুপাতে কেন্দ্রে ও রাজ্য টাকা সরবরাহ করে ।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প
![]() |
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প |
● বন সৃজন , ভুমি সংরক্ষণ , গ্রাম্যস্তরে দারিদ্রতা হ্রাস , কর্মসংস্থান বৃদ্ধি , প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ প্রভৃতির উদ্দেশ্যে এই প্রকল্পটি উপস্থাপন করা হয় ।
● ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পটি চালু হয় ।
● ৬০ ঃ ৮০ অনুপাতে কেন্দ্র ও রাজ্য এই প্রকল্পে টাকা যোগান দেয় ।
● প্রতি গ্রাম পঞ্চায়েতের অধীন পরিবারকে এই প্রকল্পের জন্য নাম নতিভুক্ত করতে হবে , নথিভুক্তকরনের ১৫ দিনের মধ্যে তাকে এই কার্ড দিতে হবে এবং তার ১৫ দিনের মধ্যে তাকে কর্মে নিয়োগ করা হবে ।
● মহিলা ও পুরুষদের কাজের পারিশ্রমিক সমান এবং এক তৃতীয়াংশ শ্রমিক মহিলা হতে হবে ।
সংসদ সদস্যদের স্থানিয় এলাকা বিকাশ প্রকল্প
![]() |
সংসদ সদস্যদের স্থানিয় এলাকা বিকাশ প্রকল্প |
● প্রতি সংসদ সদস্যরা নিজ এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার থেকে কিছু আর্থিক সুবিধা পেয়ে থাকে ।
● এর দ্বারা কোনো গ্রাম ও শহর অঞ্চলের পরিকাঠামোর গঠনমূলক কাজ করা হয় ।
নির্মল ভারত অভিজান
![]() |
নির্মল ভারত অভিযান |
● বিদ্যালয়ে উপযুক্ত শৌচাগারের ব্যবস্থা করা এই প্রকল্পের উদ্দেশ্য ।
● প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং নির্মল গ্রাম পঞ্চায়েত গড়েতোলার উদ্দেশ্য নিয়েছে এই প্রকল্প ।
● কঠিন ও তরল বর্জ্য পদার্থ যাতে যথাযথ বৈজ্ঞানিক উপায়ে পুনরায় ব্যবহার করা হয় তার ব্যবস্থা করা এবং ২০২২ -এর মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যাতে নির্মল হতে পারে তার লক্ষ্য নিয়ে এগছে ভারত ।
● ইন্দিরা আবাস যোজনায় যে বাড়ি গুলিতে শৌচাগার নেই , তাদের জন্য টাকা বরাদ্দ হবে ।
আজকে আমরা জানলাম ভারতের অর্থনৈতিক বিকাশে ভারত সরকারের ভূমিকা । এই পোস্টটির মধ্যে অতিঃসংখিপ্ত আকারে দেখান হল । তোমাদের পোস্টটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে তোমাদের । ধন্যবাদ , তোমার দিনটি শুভ হোক ।
No comments:
Post a Comment