গণপরিষদ ।। Constituent Assembly
আজকে আমরা জেনে নেবো ভারতের গণপরিষদ সম্পর্কে । আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব গণপরিষদের সমস্থ বিষয়টি।
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সংবিধান তথা গণপরিষদ থকে প্রশ্ন এসেই থাকে । তাই আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক।
।। বিষয়বস্তু ।।
ভারতীয় সংবিধান প্রনয়ন করেছিল ভারতের গণপরিষদ । গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসনব্যাবস্থা কাঠামো সংক্রান্ত বিধিনির্দেশিকা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত । কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয় । তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত । এই সংস্থাই দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে । দেশের জনগন হয়ে যারা সদংবিধান রচনা করেন , সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ । ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান।
১৯৪৬ সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিলো ভারতের গণপরিষদ। ক্যাবিনেট মিশন চারটি মূল নিতির উপর ভিত্তি করে গণপরিষদ গঠনের কথা বলে । নীতিগুলি হল --
(১) প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে প্রতি দশ লক্ষ্য জনতার জন্য একজন গণপরিষদে আসন পাবে । ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে ২৯২ এবং দেশীয় রাজ্যগুলির আসনসংখ্যা হবে ৯৩।
(২) প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারন , মুসলিম ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে বিভক্ত হবে।
(৩) প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের (single transferable proportional votes ) ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করবে ।
(৪) প্রিন্সলি স্টেটগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে ।
ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে ১৯৪৬ সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রদেশগুলি থেকে নির্বাচিত ২৯২ জন প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত ৯৩ জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ । ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা ।
।। গন পরিষদ ও সংবিধান রচনার ইতিহাস ।।
১৯৩৫ সালে ঃ- সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রথম তোলে স্বরাজ্য দল ।
১৯৪৬ সালে ঃ- ➢ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ ।
➢গণপরিষদের গঠনে অনশগ্রহন করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ।
➢ গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত ।।
➢প্রথমে মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল । গণপরিষদে প্রথমিক সদস্য সংখ্যা ছিল ৩৮৯ জন । পরে মুসিলিমলীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্যরপদ ত্যাগ করার পর গনপরিসদের সদস্য সংখ্যা হয় ২৯৯ ।।
➢৯ই ডিসেম্বর , ১৯৪৬ অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা ।
➢ ঐ সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের অস্থায়ী সভাপতির পদ অলঙ্কৃত করেন ডঃ সচ্চিদানন্দ সিনহা ।।
➢ ১১ই ডিসেম্বর, ১৯৪৬ অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা ।
➢ঐ সভায় গণপরিষদে স্থায়ি চেয়ারম্যান রূপে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্রপ্রসাদ ।
➢ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে গঠিত হয় মোট ১৩ টি কমিটি ।
➢ খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর । তাঁর ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় । খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট ৭ জন সদস্য ছিলেন ।
➢গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি . এন . রাউ ।
➢গণপরিষদে সব সিদ্ধান্ত গ্রহন করা হত সর্বসম্মতিক্রমে ।
১৯৪৭ সালে ঃ- ➢২২ শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন জওহরলাল নেহেরু ।
১৯৪৯ সালে ঃ- ➢২৬শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান । ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলো কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয় , নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ ।
১৯৫০ সালে ঃ- ➢ ২৬শে জানুয়ারি কার্যকর হয় ভারতীয় সংবিধান ।
➢গণপরিষদের মোট ১১টি অধিবেশন । শেষ অধিবেশন ২৪শে জানুয়ারি ১৯৫০ ।
।। ২৬শে জানুয়ারি তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে নির্বাচনের কারন ।।
➢ ১৯২৯ সালে লাহোরে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে , কংগ্রেসের বার্ষিক অধিবেশন , ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যরূপে স্বায়ত্ত্বশাসন , এর পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবী গৃহীত হয় । লাহোর কংগ্রেসের এই সিদ্ধান্ত গৃহীত হয় যে , ইংরেজ সরকার স্বাধীনতা দিক বা না দিক , পরের বছর থেকে প্রত্যেক বছর '' ২৬শে জানুয়ারি'' দিনটিকে কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস রূপে পালন করতা হবে । ১৯৩০ - ১৯৪৭ সাল এই দীর্ঘ সময় , প্রত্যেক বছর , ২৬শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস রূপে পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস ।
২৬শে জানুয়ারি এই ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে , ১৯৫০ সালের , ঐ দিনটিতেই ভারতীয় সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
➢খুব সুন্দর ভাবে আপনাদের সামনে ভারতের গণপরিষদ বিষয়টি উপস্থাপন করলাম । যদি পোস্টটি ভাল লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন । ধন্যবাদ
No comments:
Post a Comment