Breaking




Friday, 3 January 2025

আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF | আলো MCQ প্রশ্ন উত্তর PDF

আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF | আলো MCQ প্রশ্ন উত্তর PDF

আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF
আলোকবিদ্যা প্রশ্ন উত্তর PDF
আলো প্রশ্ন উত্তর - বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ তথ সমগ্র ভারতবর্ষের বড়ো বড়ো চাকরীর পরীক্ষা গুলিতে ভৌত বিজ্ঞান থেকে অনেক প্রশ্নই আসে। তাই আমরা তোমাদের সঙ্গে সেই ভৌত বিজ্ঞান বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি টপিকের বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। 
আমরা আজকে আলো প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি। যে পোস্টটির মধ্যে ৯৫টি আলো বিষয়ক প্রশ্ন দেওয় আছে এবং সেই প্রশ্ন উত্তর গুলি MCQ ফরম্যাটে দেওয়া আছে। 

আলো MCQ নমুনা প্রশ্ন উত্তর

০১. যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয়, সেই তলকে বলে—
A) প্রতিফলক
B) প্রতিফলক তল
C) আপতন বিন্দু
D) (a) ও (b) উভয়েই

উত্তর:: (a) ও (b) উভয়েই

০২. সমসত্ত্ব মাধ্যমে আলো
A) সরলরেখায় চলে
B) বক্ররেখায় চলে
C) আলো যেতে পারে না
D) কোনোটিই নয়

উত্তর:: সরলরেখায় চলে

০৩. আলোক তরঙ্গ কোন্ জাতীয় তরঙ্গ
A) অনুদৈর্ঘ্য তরঙ্গ
B) তির্যক তরঙ্গ
C) বেতার তরঙ্গ
D) কোনোটিই নয়

উত্তর:: তির্যক তরঙ্গ

০৪. আলোর গতিবেগ সর্বোচ্চ হয়
A) হীরক
B) জল
C) কাচ
D) শূন্য মাধ্যম

উত্তর:: শূন্য মাধ্যম

০৫. আকাশ নীল হবার কারণ—
A) লাল আলো শোষিত হয়
B) নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়
C) নীল আলো শোষিত হয়
D) আকাশের রং স্বাভাবিক

উত্তর:: নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়

০৬. যখন কোনো বস্তু দেখি, তখন রেটিনায় গঠিত ঐ বস্তুর প্রতিবিম্ব
A) সদ্‌
B) সমশীর্ষ
C) অস্‌দ
D) (a) ও (b) উভয়েই

উত্তর:: সদ্‌

০৭. যে উৎসের কোন দৈর্ঘ্য প্রস্থ বা বেধ নেই তাকে বলে—
A) বিস্তৃত উৎস
B) বিন্দু উৎস
C) দীপ্ত উৎস
D) অপ্রভ উৎস

উত্তর:: বিন্দু উৎস

০৮. একটি অস্বচ্ছ মাধ্যম হল-
A) জল
B) কাঠ
C) ঘষা কাগজ
D) বায়ু

উত্তর:: কাঠ

০৯. প্রতিফলনের সূত্র মেনে চলে
A) কেবলমাত্র নিয়মিত প্রতিফলন
B) কেবলমাত্র বিক্ষিপ্ত প্রতিফলন
C) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন
D) কোনোটিই নয়

উত্তর:: নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন

১০. অসদবিম্ব গঠন করে—
A) সমতল দর্পণ
B) উত্তল দর্পণ
C) অবতল লেন্স
D) সবগুলি

উত্তর:: সবগুলি

১১. সরল পেরিস্কোপে সমতল দর্পণ কত ডিগ্রী কোণে থাকে ?
A) 35°
B) 45°
C) 60°
D) 75°

উত্তর:: 45°

১২. বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত ?
A) 1.5
B) 1.33
C) 0.66
D) 0.75

উত্তর:: 1.33

১৩. একটি প্রিজমে কয়টি তল থাকে ?
A) 3 টি
B) 4 টি
C) 5 টি
D) 6 টি

উত্তর:: 5 টি

১৪. 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন—
A) নিউটন
B) ম্যাক্সওয়েল
C) আইনস্টাইন
D) হাইগ্রেনস

উত্তর:: নিউটন

১৫. একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হল—
A) ধাতু
B) ইট
C) জল
D) টিস্যু, কাগজ

উত্তর:: টিস্যু, কাগজ

১৬. প্রতিসরাঙ্কের (µ) মান নির্ভর করে
A) মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর
B) আলোর বর্ণ
C) আলোর বেগ
D) (a) ও (b) উভয়েই

উত্তর:: (a) ও (b) উভয়েই

১৭. প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ?
A) 45°
B) 60°
C) 90°
D) 65°

উত্তর:: 90°

১৮. আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না ?
A) 30°
B) 0°
C) 45°
D) 60°

উত্তর:: 0°

১৯. সাদা আলোর বর্ণালী তে যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়
A) লাল
B) হলুদ
C) নীল
D) বেগুনি

উত্তর:: বেগুনি

২০. সবুজ আলোতে একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে--
A) লাল
B) নীল
C) কালো
D) বাদামি

উত্তর:: কালো

২১. আলোক তরঙ্গ হলো নিম্নের কোনটি ?
A) যান্ত্রিক তরঙ্গ
B) অনুদৈর্ঘ্য তরঙ্গ
C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
D) ওপরের কোনোটিই নয়

উত্তর:: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

২২. পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে থাকে ?
A) উত্তল দর্পণ
B) অবতল দর্পণ
C) সমতল দর্পণ
D) অমসৃণ দর্পণ

উত্তর:: সমতল দর্পণ

২৩. আকাশের রং নীল এর কারণ কী ?
A) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
B) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম
C) বায়ুর নীল স্তরে আছে
D) নীল বর্ণ হল প্রাথমিক বর্ণ

উত্তর:: নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম

২৪. মরীচিকা কিসের উদাহরণ ?
A) আলোকের তরঙ্গধর্ম
B) আলোকের ব্যতিচার
C) আলোকের প্রতিফলন
D) আলোকের আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

উত্তর:: আলোকের আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

২৫. নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয়--
A) লাল
B) কমলা
C) সবুজ
D) নীল

উত্তর:: কমলা

আলো MCQ প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details :: 

File Name: আলো MCQ প্রশ্ন উত্তর
File Format:  PDF
No. of Pages:  02
File Size:  244 KB 

No comments:

Post a Comment