Indian Railway Recruitment 2024 :: ৭৯৫১টি শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2024
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের দারুন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। গত কয়েকদিন আগে ভারতীয় রেলের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে বোর্ড। আমরা আজকে সেই বিজ্ঞপ্তিটির গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই দেরি না করে নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও,
নিয়োগ সংস্থা :: Government of India Ministry of Railways, Railway Recruitment Boards
পদের নাম ::
- Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research
- Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant
মোট শুন্যপদ :: ৭৯৫১টি
শূন্যপদের বিন্যাস ::
- Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research - ১৭টি
- Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant - ৭৯৩৪টি
বয়সসীমা :: ১লা আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় আছে।
বেতন ::
- Chemical Supervisor/Research and Metallurgical Supervisor/Research - ৪৪,৯০০ টাকা
- Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant - ৩৫,৪০০ টাকা
যোগ্যতা :: এখানে একাধিক পদে নিয়োগ হওয়ায় প্রতিটি পদের জন্য আলদা আলাদা নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিন।
আবেদন মূল্য :: আবেদন বাবদ Gen প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং SC, ST, PWD, OBC, মহিলা বিভাগ গুলির জন্য ২৫০ টাকা।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
নিয়োগ পদ্ধতি :: নিয়োগ করা হবে ৪টি ধাপে।
(i) 1st Stage Computer Based Test (CBT-I)
(ii) 2nd Stage Computer Based Test (CBT-II)
(iii) Document Verification (DV)
(iv) Medical Examination (ME)
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ৩০শে জুলাই ২০২৪ |
আবেদন শেষ | ২৯শে আগস্ট ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
ওয়েবসাইট | Click Here |
টেলিগ্রাম চ্যানেল লিংক | Click Here |
No comments:
Post a Comment