Breaking




Wednesday, 1 February 2023

মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
ডিয়ার ভিজিটার .....
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি। যে বিজ্ঞপ্তিটি আবেদনের পদ্ধতি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা প্রথমে সমস্থ তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই আবেদন করে দাও।

পদের নাম ➦ Tradesmen Skilled

মোট শূন্যপদ ➦ ২৪৮ টি

শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা ➦ প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে ➦ Machinist, Driver Crane Mobile, Shipwright, Painter, Fitter সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ ➜ বিজ্ঞপ্তি প্রকাশের ২৮ দিনের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➦ শর্ট লিস্ট প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা।

আবেদন মূল্য ➦ 
Unreserved/ OBC প্রার্থীদের জন্য ২৫০ টাকা। 
SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
 
গুরুত্বপূর্ণ লিংক ➦ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন করার লিংক   Click Here

No comments:

Post a Comment