Dakshineswar Adyapeath Annada Polytechnic College Recruitment 2023
ডিয়ার ছাত্র ছাত্রী ......
আজ তোমাদের সঙ্গে আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত পদ গুলিতে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই নোটিশটি একবার হলেও পড়ো এবং আবেদন করার ইচ্ছা গেলে অবশ্যই আবেদন করে দাও।
পদের নাম ➥
- Lecturer
- Workshop Instructor
- Laboratory Assistant
- Group-D
মোট শূন্যপদ ➥
- Lecturer :- ০৯ টি
- Workshop Instructor :- ০৬টি
- Laboratory Assistant :- ০৩টি
- Group-D :- ০৬টি
শিক্ষাগত যোগ্যতা ➥
- Lecturer :- সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট-ক্লাস নম্বর নিয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ হতে হবে।
- Workshop Instructor :- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
- Laboratory Assistant :- সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা করা থাকতে হবে।
- Group-D :- এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
বয়সসীমা ➥
- Lecturer :- সর্বোচ্চ ৩৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- Workshop Instructor :- সর্বোচ্চ ৩৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- Laboratory Assistant :- সর্বোচ্চ ৩৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- Group-D :- ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন শুরু ➜ ২৯শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ১৪ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা অফলাইন এবং অনলাইন দু'ভাবেই আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
Email id ➥ recruitment.aapc@gmail.com
অফলাইনে আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ➥ Chairman, Adyapeath Annada Polytechnic College, 50, DD Mondal Ghat Road, Dakshineswar, Kolkata, West Bengal-700076
গুরুত্বপূর্ণ লিংক ➥
Lecturer Application Form :: Download Now
Workshop Instructor Form :: Download Now
Laboratory Assistant Form :: Download Now
Group-D Application Form :: Download Now
Official Website :: Click Here
No comments:
Post a Comment