একনজরে ভারতের প্রতিবেশী দেশ সমূহ PDF || Neighboring Countries of India In Bengali PDF
Dear Students ......
তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি খুবি ইন্টারেস্টিং টপিক নিয়ে যে পোস্টটি পড়লে তোমাদের অনেক ধরনের অজানা তথ্য সম্পর্কে জ্ঞান বারনে এবং যে পোস্টটি পড়লে তোমাদের ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা আজ ভারতের প্রতিদেশী দেশসমুহ সম্পর্কে একটি দারুন পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে ভারতের সেই সমস্থ প্রতিবেশী দেশ গুলির সম্পর্কে সম্পূর্ণ তথ্য অতি সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যা তোমরা পড়লেই বুঝতে পারবে।
সুতরাং তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে অফলাইনে পড়তে পারো।
একনজরে ভারতের প্রতিবেশী দেশ সমূহ
ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা ৯টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান; পশ্চিমে পাকিস্তান; উত্তর-পশ্চিমে আফগানিস্তান; পূর্বে বাংলাদেশ ও মায়ানমার; দক্ষিনে শ্রীলংকা এবং মালদ্বীপ। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন এবং সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ মতান্তরে ভুটান।
ভারতের প্রতিবেশী দেশগুলির গুরুত্বপূর্ণ তথ্য:
বাংলাদেশ
❐ আয়তন:- ১৪১৫৭০ বর্গকিমি
❐ রাজধানী:- ঢাকা
❐ মুদ্রার নাম:- টাকা
❐ প্রধান ভাষা:- বাংলা
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কেওক্রাডং (১২৩০মি.)
❐ প্রধান নদনদী:- মেঘনা, পদ্মা, যমুনা
❐ ভারতের সাথে এই দেশের দীর্ঘতম সীমানা আছে, যার নাম তিন বিঘা করিডর।
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল- পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
❐ সীমারেখার দৈর্ঘ্য:- ৪০৯৬.৭ কিলোমিটার
❐ পাট শিল্প হলো এই দেশের প্রধানশিল্প
❐ বাংলাদেশের নারায়ণগঞ্জকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়।
নেপাল
❐ আয়তন:- ১৪৭১৮১ বর্গকিমি
❐ রাজধানী:- কাঠমান্ডু
❐ মুদ্রার নাম:- নেপালী রুপী
❐ প্রধান ভাষা:- নেপালী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্ট এভারেস্ট(৮৮৪৮মি.)
❐ প্রধান নদনদী:- কর্নালী(দীর্ঘতম), কোশী,কালীসেতি
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১৭৭০ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ।
❐ নেপালের চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্ঠিত অর্থাৎ এটি Landlocked Country
❐ ৮০০০ মিটারেরও অধিক উচ্চতাসম্পন্ন হিমালয়ের ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।
❐ কাঠমান্ডুতে SAARC-এর সদরদপ্তর অবস্থিত
ভুটান
❐ আয়তন:- ৩৮৩৯৪ বর্গকিমি
❐ রাজধানী:- থিম্পু
❐ মুদ্রার নাম:- গুলট্রাম
❐ প্রধান ভাষা:- জংখা
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কুলাকাংড়ি (৭৫৫৪মি.)
❐ প্রধান নদনদী:- মানস
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৫৮৭ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুনাচল প্রদেশ
❐ এটি গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত
❐ বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ ভুটান
❐ ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুত কেন্দ্র গড়ে তোলা হয়েছে
মায়ানমার
❐ আয়তন:- ৬৭৬৫৭৭ বর্গকিমি
❐ রাজধানী:- নেপিডো(Naypyidaw)
❐ মুদ্রার নাম:- কিয়াত
❐ প্রধান ভাষা:- বর্মী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কাকাবোরাজি (৫৫৮১মি.)
❐ প্রধান নদনদী:- ইরাবতী
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১১৫৮ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ
❐ প্রচুর বৌদ্ধ মন্দির থাকার কারণে একে প্যাগোডার দেশ বলা হয়
❐ সিতবা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে
❐ এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ
চীন
❐ আয়তন:- ৯৫৭২৯০০ বর্গকিমি
❐ রাজধানী:- বেজিং
❐ মুদ্রার নাম:- রেনমিনবি
❐ প্রধান ভাষা:- মান্দারিন, ক্যান্টনিজ
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্ট এভারেস্ট
❐ প্রধান নদনদী:- ইয়াং সি কিয়াং
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৩৯১৭ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুনাচলপ্রদেশ
❐ ভারত ও চিনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ম্যাকমোহন লাইন
❐ জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ
❐ ১৯৭৯ সালে জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য সরকার 'একটি পরিবার একটি সন্তান' নীতি চালু করে
❐ হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার বলা হয়
❐ হোয়াং হো নদীকে চিনের দুঃখ বলা হয়
পাকিস্তান
❐ আয়তন:- ৮৮১৯১৩ বর্গকিমি
❐ রাজধানী:- ইসলামাবাদ
❐ মুদ্রার নাম:- পাকিস্তানী রুপী
❐ প্রধান ভাষা:- উর্দু
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- তিরিচমির (৭৬৯০মি.)
❐ প্রধান নদনদী:- সিন্ধু
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৩৩১০ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর
❐ ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম-র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল এবং ক্রিক প্রণালী
❐ ক্যারেজ প্রথায় জলসেচ উল্লেখযোগ্য
❐ "পাকিস্তান" নামটির অর্থ 'পবিত্রদের দেশ'
❐ পৃথিবীর দ্বিতীয় উষ্ণতমস্থান জোকোবাবাদ এখানে অবস্থিত
আফগানিস্তান
❐ আয়তন:- ৬৫২৮৬৪ বর্গকিমি
❐ রাজধানী:- কাবুল
❐ মুদ্রার নাম:- আফগানি
❐ প্রধান ভাষা:- পাস্ত, ডরি
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- নোশাক (৭৪৯২মি.)
❐ প্রধান নদনদী:- আমুদরিয়া, হেলমন্দ
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১০৬ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- জম্মু-কাশ্মীর
❐ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ডুরান্ড লাইন
❐ পশুপালন হলো গুরুত্বপূর্ণ জীবিকা
শ্রীলংকা
❐ আয়তন:- ৬৫৬১০ বর্গকিমি
❐ রাজধানী:- শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
❐ মুদ্রার নাম:- শ্রীলংকান রুপী
❐ প্রধান ভাষা:- সিংহলী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- পেড্রতালাগালা
❐ প্রধান নদনদী:- মহাবলী গঙ্গা
❐ দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামে পরিচিত
❐ জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়
❐ পক প্রণালী দ্বারা ভারত থেকে বিছিন্ন
❐ ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী সাগরের নাম মান্নার উপসাগর
মালদ্বীপ
❐ আয়তন:- ২৯৮ বর্গকিমি
❐ রাজধানী:- মালে
❐ মুদ্রার নাম:- রূফিয়া
❐ প্রধান ভাষা:- ধিভেহী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্রপৃষ্ট থেকে মাত্র ২.৪ মিটার উচ্চতায় অবস্থিত
❐ পৃথিবীর নিম্নতম দেশ এটি
❐ পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম শিল্প
একনজরে ভারতের প্রতিবেশী দেশ PDF -টি সংগ্রহ করতে নীচের Download Now লেখায় ক্লিক করুন
No comments:
Post a Comment