Breaking




Thursday, 20 October 2022

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মী নিয়োগ ২০২২

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মী নিয়োগ ২০২২

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মী নিয়োগ ২০২২
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মী নিয়োগ ২০২২
ডিয়ার চাকরী পার্থী .....
তোমরা যারা উচ্চ শিক্ষা লাভ করে চাকরীর জন্য কোনো কোচিং সেন্টারে পড়তে যাচ্ছো তোমাদের জন্য একটি চাকরীর নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। আমরা আজ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। 
তাই তোমরা অবশ্যই নীচের লেখাটি মনোযোগ সহকারে পড়ো এবং যদি ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই নীচে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নাম ➺ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।

মোট শূন্যপদ উপরে উল্লেখিত তিনটি বিভাগে UR,ST,SC,OBC মিলিয়ে মোট ৪২টি 

শিক্ষাগত যোগ্যতা ➺ উল্লেখিত পদ এবং বিষয় অনুযায়ী স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে M.Ed/ NET/ SET/ Ph.D করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাআবেদন কারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন অফিশিয়াল নোটিশটিতে কোন রকম বেতনের কথা উল্লেখ নেই। 

আবেদন শুরু ➺ ১৯শে অক্টোবর ২০২২
আবেদন শেষ ➺ ১৪ই নভেম্বর ২০২২ 

আবেদন পদ্ধতি ➺ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবে সবার নীচে প্রতিটি আলাদা আলাদা পদের আবেদনপত্র দেওয়া আছে, সেই আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে। তারপর সঠিকভাবে পূর্ণ করতে হবে, করার পর যে যে ডকুমেন্ট গুলি দেবার করা বলা আছে সেই গুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি খামে সুন্দর ভাবে গুছিয়ে ভোরে নীচের উল্লেখিত ঠিকানায় সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 

আবেদন করার ঠিকানাNetaji Subhas Open University, DD- 26, 5th Floor, Salt Lake City, Sector -1 , Kolkata- 700064

আবেদন মুল্য ➺ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা ও (ST/ SC/ PH) প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ স্থান  কল্যাণী নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে।

গুরুত্বপূর্ণ লিংক  

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
প্রফেসর & অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর্ম Download Now
অ্যাসোসিয়েট প্রফেসর ফর্ম Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment