প্রাইমারি টেট সিলেবাস 2022 PDF || WB Primary TET Syllabus 2022 in Bengali PDF
সুপ্রিয় টেট পরীক্ষার্থী... .
আজ তোমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলাবাস ২০২২ সম্পূর্ণ PDF আকারে দিচ্ছি। তোমরা যারা টেট পরীক্ষা দেবে অতি অবশ্যই নীচে দেওয়া বিষয় ভিত্তিক সম্পূর্ণ সিলেবাসটি মুখস্থ করে নাও। কারন সিলেবাস হল যে কোনো পরীক্ষার প্রস্তুতির মূল কেন্দ্র বিন্দু। যেটা তোমাদের সঠিক ভাবে অবগত না থাকলে সম্পূর্ণ পরীক্ষা কভার করতে পারবেনা।
তাই তোমরা অবিলম্বে নীচে দেওয়া প্রাইমারি টেট সিলাবাস-টি ভালোভাবে পড়ে নাও এবং প্রয়োজন হলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস ২০২২
টেট পরীক্ষার নিয়োগ পদ্ধতি
পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার নিয়োগ দুটি পদ্ধতিতে হয়ে থাকে।
০১. লিখিত পরীক্ষা
০২. ইন্টারভিউ
প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয় এবং এই লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউর মাধ্যমে চাকরীরপ্রার্থীকে নিয়োগ করা হবে।
টেট পরীক্ষায় লিখিত পরীক্ষার ধরন
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন | ৩০ | ৩০ |
বাংলা (প্রথম ভাষা) | ৩০ | ৩০ |
ইংরেজি (দ্বিতীয় ভাষা) | ৩০ | ৩০ |
গণিত | ৩০ | ৩০ |
পরিবেশ বিজ্ঞান | ৩০ | ৩০ |
মোট | ১৫০ | ১৫০ |
লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ১৫০ মিনিট (২ ঘণ্টা ৩০ মিনিট) এবং এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং থাকেনা।
টেট পরীক্ষার সিলেবাস
বাংলার (প্রথম ভাষা) সিলেবাস
✤ শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ
শিখন এবং অর্জন
ভাষার দক্ষতা
ভাষার বোধ পরীক্ষার মুল্যায়ন
বিভিন্ন শ্রেণিতে ভাষা শিক্ষার ঝুঁকি
বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন ও লেখার ভূমিকার মূল্যায়ন
শিক্ষা সহায়ক উপকরণ
সংশোধনী শিখন
✤ বাংলা ব্যাকরণ
ভাষা
সন্ধি
কারক ও বিভক্তি
সমাস
পদ প্রকরণ
অশুদ্ধি সংশোধন
ধাতু ও প্রত্যয়
ধ্বনি পরিবর্তন
সমাস
উপসর্গ
সমার্থক শব্দ
বিপরীত শব্দ
বাগধারা
বচন
এককথায় প্রকাশ
ইত্যাদি
✤ ভাষাগত বোধ পরীক্ষণ
অজানা পাঠ – দুটি পরিচ্ছেদ -একটি গদ্য বা নাটক এবং একটি কবিতা, যার মধ্যে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ ও শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন থাকে।
ইংরেজি (দ্বিতীয় ভাষা) সিলেবাস
✤ Pedagogy of Language Development
Learning and Acquisition
Principles of Language Teaching
Role of Listening and Speaking
Challenges of Teaching Language in a Diverse Classroom
Language Skills
Evaluating Language Comprehension and Proficiency
Teaching Learning Materials
Remedial Teaching
✤ English Grammar
Appropriate Preposition
Tense
Phrasal Verbs
Vocabulary
Error Correction
Synonyms & Antonyms
Singular-Plural Forms
Correct Spelling
Gender
etc.
✤ Comprehension
Two unseen prose passages with questions on comprehension, grammar and verbal ability.
গণিতের সিলেবাস
অনুপাত ও সমানুপাত
গড়
সময় ও কাজ
নল ও চৌবাচ্চা
সময় ও দূরত্ব
নৌকা ও স্রোত
শতকরা
লাভ ও ক্ষতি
সরল সুদ
মিশ্রণ
ঘড়ি
ক্যালেন্ডার
বীজগণিত
পরিমিতি
ত্রিকোণমিতি
ইত্যাদি
✤ গণিত শিক্ষণ বিদ্যা
গণিতের প্রকৃতি
পাঠক্রমে গণিতের স্থান
গণিতের সমস্যা
যুক্তিপূর্ণ চিন্তন
মূল্যায়ন
শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন এবং শিশুশিক্ষার সিলেবাস
শিশুর বিকাশ
শিক্ষা মনোবিদ্যা
শিখন ও শিক্ষণ বিজ্ঞান
ব্যাপক শিক্ষার ধারণা
বিশেষ প্রয়োজনসম্পন্ন শিশুদের বোধ
প্রেষণা
প্রক্ষোভ ও আবেগ
বুদ্ধি
ব্যক্তিত্ব
মনোযোগ ও অনুরাগ
বিদ্যালয় শিক্ষা
সামাজিকীকরণ প্রক্রিয়া
পরিবেশ বিজ্ঞানের সিলেবাস
পরিবার ও আত্মীয় স্বজন
পরিবেশ দূষণ
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন
জীববৈচিত্র্য
স্বাস্থ্য ও পরিবেশ
নদ-নদী
জীবজগত ও উদ্ভিদজগত
জলবায়ু
মৃত্তিকা
✤ পরিবেশ শিক্ষণ বিদ্যা
পরিবেশ বিদ্যার ধারণা
পরিবেশের তাৎপর্য
বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক
পরিবেশ শিক্ষার নীতি সমূহ
পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন
শিক্ষা সহায়ক উপকরণ
সমস্যা সমাধান শিখন
বিঃ দ্রঃ - এই সিলেবাসটি শুধুমাত্র তাদের জন্য, যাদের First Language বাংলা এবং Second Language ইংরেজি। এটি কোনো অফিশিয়াল সিলেবাস নয়, এই সিলেবাসটি তৈরি করা হয়েছে ২০১৪ সালের সিলেবাস ও গত কয়েক বছরের প্রশ্নপত্র এবং অভিজ্ঞ কিছু শিক্ষকমণ্ডলীর সাহায্য নিয়ে।
সম্পূর্ণ সিলেবাসের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: প্রাইমারি টেট সিলেবাস ২০২২
File Format: PDF
No. of Pages: 05
File Size: 580 KB
Download Link :
No comments:
Post a Comment