নবান্ন স্কলারশিপ 2022 || Nabanna Scholarship 2022
![]() |
নবান্ন স্কলারশিপ 2022 || Nabanna Scholarship 2022 |
আমার ছোটো ছোটো ভাই ও বোনেরা...
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ নিয়ে। তোমরা যারা এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তোমরা অতি অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহ কারে পড়ো এবং যে পদ্ধতি গুলি বলা আছে সেই মতো আবেদন করতে পারো।
নবান্ন স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপ কি ?
প্রতি বছর মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে গরীব ছাত্র ছাত্রী দের উচ্চ শিক্ষা লাভের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপ বাবদ ১০,০০০ টাকা দেওয়া হয়। কোনো কোনো জায়গায় এই স্কলারশিপ উত্তরকন্যা স্করলারশিপ নামেও পরিচিত।
কারা আবেদন করতে পারবে অর্থাৎ যোগ্যতা ঃঃ
● যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছো তারা আবেদন করতে পারো নবান্ন স্কলারশিপ।
● পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা বোর্ড বা সংসদ বা সাহায্যপ্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত স্কুল/কলেজ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ হতে হবে।
● পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যথাক্রমে উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে ভর্তি হয়ে থাকতে হবে।
● এই স্কলারশিপ তিনটি বিভাগে দেওয়া হয়ে থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে। এই স্তর গুলিতে তোমাদের প্রাপ্ত নম্বর হতে হবে,
স্তর | নুন্যতম নম্বর |
---|---|
মাধ্যমিক স্তর | মাধ্যমিকে কমপক্ষে ৫০% এর বেশি এবং ৬৫% এর কম |
উচ্চ মাধ্যমিক স্তর | উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে ৫০% এর বেশি এবং ৬০% এর কম |
স্নাতক স্তর | স্নাতক স্তরে (H) কমপক্ষে ৫০% এর বেশি এবং ৫৩% এর কম |
● নবান্ন স্কলারশিপ ২০২২-এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ৬০,০০০ টাকার কম হতে হবে।
আবেদন করার সময় ঃঃ এই স্কলারশিপের আবেদনের কোনো নির্দিষ্ট সময় নেই, বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।
কারা আবেদন করতে পারবেনা ঃঃ
● যারা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
● যাদের পারিবারিক বাৎসরিক আয় ৬০,০০০ এর বেশি, তারা আবেদন করতে পারবেনা।
● যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় তারা আবেদন করতে পারবেনা।
আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস ঃঃ
০১. ফিলাপ করা নবান্ন স্কলারশিপ আবেদনপত্র
০২. মাধ্যমিকের Admit Card জেরক্স
০৩. শেষ পরীক্ষার মার্কশীট
০৪. আধার কার্ড জেরক্স
০৫. বর্তমান কোর্সে ভর্তির রশিদের জেরক্স
০৬. ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
০৭. B.D.O অথবা পৌরসভা থেকে ইনকাম সার্টিফিকেট
০৮. এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
(বিঃ দ্রঃ- আবেদনপত্রটির দ্বিতীয় পাতায় বর্তমানে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি আছো সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ পিন্সিপাল-এঁর স্বাক্ষর করাতে হবে এবং তৃতীয় পাতায় M.L.A-এঁর স্বাক্ষর করাতে হবে)
নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ঃঃ
০১. আবেদনপত্রটি সঠিক ভাবে পূর্ণ করতে হবে
০২. আবেদনপত্রটির সাথে সমস্থ ডকুমেন্ট গুলি দিতে হবে
০৩. তোমার ডকুমেন্ট বাবদ যে জেরক্স কপি গুলি দিয়েছো তাতে তোমার সই থাকতে হবে
০৪. এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে অর্থাৎ তোমরা একটা মুখ্যমন্ত্রীকে লেখা দরখাস্তের মধ্যে M.L.A সই করাবে যাতে লেখা থাকবে স্কলারশিপ পেলে তোমাদের কি কি সুবিধা হবে বা কতটা প্রয়োজন তোমাদের স্কলারশিপটা।
নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা ঃঃ
● এই সমস্থ কিছু ডকুমেন্ট গুলি সুন্দর ভাবে গুছিয়ে একটি খামে সুন্দর ভাবে মুরে ধুকিয়ে দিতে হবে এবং খামটির উপরে নীচের দেওয়া ঠিকানাটি গুছিয়ে লিখে স্পিড পোস্ট করে দিতে হবে-
দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য ঠিকানা-
Department of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’325, Sarat Chatterjee Road,Shibpur,Howrah–711102
উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য ঠিকানা-
UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
নবান্ন স্কলারশিপ Application Form | Download Now |
উত্তরকন্যা স্কলারশিপ Application Form | Download Now |
Official Website | Click Here |
যদি কোন আরও সমস্যা থেকে থাকে অবশ্যই নীচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করো।
No comments:
Post a Comment