পশ্চিমবঙ্গের বিভিন্ন নৃত্য তালিকা PDF | West Bengal dance at a glance
নমস্কার ,
আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো বাংলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন নৃত্য সমূহ সম্পর্কে। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী কমবেশি সকলেই আমাদের রাজ্যের বেশিরভাগ নৃত্য গুলি সম্পর্কে অবগত আছি কিন্তু সেই নৃত্যগুলি কোন জেলায় বেশি প্রচলিত এবং কীভাবে নৃত্য পরিচালিত হয় সেই গুলির সম্পর্কে বিস্তারিত জানিনা।
তাই আর কোনো রকম সময় নষ্ট না করে । জেনে নেওয়া যাক বাংলার নৃত্য গুলির সম্পর্কে।
পশ্চিমবঙ্গের নৃত্য সমূহ
🕺পুতুল নাচ ঃ
দু'ধরনের পুতুল নাচ দেখা যায় ----
▣ দড়ির পুতুল নাচ - নদীয়া
▣ দণ্ড পুতুল নাচ - উত্তর চব্বিশ পরগণা
🕺বাউল নৃত্য ঃ
▣ একতারা, ঘুংরু ব্যবহার করা হয়।
▣ বর্ধমান ও বীরভুমের বিখ্যাত নাচ।
▣ বাউল গানের সঙ্গে নাচা হয়।
🕺ছৌ নৃত্য ঃ
▣ মাস্ক পরিহিত নৃত্য, বাংলার পুরুলিয়া জেলায় হয়।
▣ দুটি দল বা প্রতিদ্বন্দ্বী হল বীর ও রুদ্র।
▣ রামায়ন , মহাভারত ও পুরান হল এই নাচের বিষয়বস্তু।
▣ চৈত্র মাসে সূর্য উৎসব পালনের সময় এই ধরনের নৃত্য প্রদর্শিত হয়।
🕺লাঠি নৃত্য ঃ
▣ লাঠি ও ঝাঁঝি ব্যবহার করা হয়।
▣ মহরমের সময় যুবকরা পরিবেশন করে।
🕺রবীন্দ্র নৃত্য ঃ
▣ হুগলীর শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে এই ধরনের নৃত্যের পরিচর্যা হয়ে থাকে।
▣ রবীন্দ্র সঙ্গিতের তালে নাচা হয়।
🕺ফকির নাচ ঃ
▣ চৈত্র মাসের শেষে হয়ে থাকে।
▣ মদর পীরের অনুগামীরা তার ঔরস পরিবেশন করত।
🕺টুসু পরব নৃত্য ঃ
▣ বাংলা মাসের পৌষ মাসে পালিত হয়।
▣ পশ্চিমবঙ্গের পুরুলিয়া , ঝাড়খণ্ড , পশ্চিম মেদনিপুর প্রভৃতি জেলায় হয়ে থাকে।
▣ নৃত্যটি মকর সংক্রান্তি উৎসবে পালিত হয়।
🕺গৌড়ীয় নৃত্য ঃ
▣ এই নৃত্য পুরাতন নৃত্য, নাট্যশাস্ত্রের সংমিশ্রন।
▣ এই নৃত্যটি ছৌ , নাচনি , কুসান এবং কীর্তনের সমন্বয়ে তৈরি।
▣ ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর মহুয়া মুখোপাধ্যায় ও ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এ নৃত্যকলার নাম গৌড়ীয় নৃত্য রাখেন।
🕺কীর্তন নৃত্য ঃ
▣ ভগবান শ্রী বিষ্ণুর জন্য নিবেদিত এই নৃত্য।
▣ এই নৃত্যে ঢোল আর ড্রাম ব্যবহার করা হয়।
▣ স্থানিয়ভাবে এটি নগরকীর্তন নামে পরিচিত।
🕺ছোকরা নৃত্য ঃ
▣ 'ছোকরা' বলতে নারীবেশী এক যুবক পুরুষ।
▣ নাচের সাজসজ্জায় তার মধ্যে যুবতী নারীর আবেদন থাকে স্পষ্ট। মঞ্চে গোল হয়ে বসে গানের পরিবেশন করা হয়।
▣ গানের বিষয়বস্তু মূলত লৌকিক প্রেম।
▣ মুর্শিদাবাদ ও মালদাতে বেশি হয়।
নৃত্য সমুহের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন নৃত্য
File Format: PDF
No. of Pages: 02
File Size: 297 KB
আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম বাংলা তথ্যা পশ্চিমবঙ্গের কিছু নৃত্য সম্পর্কে । তোমাদের পোস্টটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে । এই রকম গুরুত্বপূর্ণ পোস্ট গুলি সবার আগে পেতে সাইটের উপরে দেওয়া টেলিগ্রাম এবং Whatsapp লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও । ধন্যবাদ , তোমার দিনটি শুভ হোক ।
No comments:
Post a Comment