Breaking




Friday, 10 January 2025

স্বামী বিবেকানন্দ প্রশ্ন উত্তর PDF | স্বামী বিবেকানন্দ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

স্বামী বিবেকানন্দ প্রশ্ন উত্তর PDF | স্বামী বিবেকানন্দ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

স্বামীজি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
স্বামীজি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
ডিয়ার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য ভারতের এমন এক মনীষীর সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করবো, যাকে আজ পর্যন্ত কোন ভারতীয় সমালোচনা করতে পারেনি। যার নীতি, আদর্শকে অনেক ভারতীয় এবং ভারতের বাইরেও অনেকে বড়ো বড়ো দেশের মানুষ অনুকরন করে থাকেন। আমরা আজ যার কথা বলছি তিনি আর কেউ আমাদের সবার প্রিয় পরম পূজনীয় স্বামীজীর।
আর একটা দিন পর ওনার জন্মবার্ষিকী, ওনার জন্ম দিনে গোটা দেশ জুরে চলে খুশির জোয়ার, যেখানে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে ছোটো বড়ো থাকে অনেকে অনুষ্ঠান যেখানে অনেকেই অংশগ্রহণ করে থাকে। সেই অনুষ্ঠান গুলিতে থাকে স্বামীজীর জীবনী পাঠ, কিছু সামাজিক কাজ কর্ম, স্বামীজির আদর্শ গুলি সাধারণ মানুষের মধ্যে প্রভাবিত করা থাকে কুইজ, নৃত্য, নাটক আরও অনেক কিছু। আমরা আজ সেই কুইজ-এর জন্য নিয়ে হাজির হয়েছি স্বামীজি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। তাই দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি দেখে নাও- 

স্বামীজি সম্পর্কিত প্রশ্ন উত্তর

০১. স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন ?
উত্তর : স্বামীজি ১২ই জানুয়ারি ১৮৬৩ তারিখে জন্মগ্রহণ করেন

২০২৫ স্বামী বিবেকানন্দের কততম জন্ম বার্ষিকী ?
উত্তর : ১৬৩তম

০২. স্বামী বিবেকানন্দ কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ?
মকর সংক্রান্তি তিথিতে জন্মগ্রহণ করেছিলেন

০৩. স্বামীজীর জন্মস্থান কোথায় ?
উত্তর : কলকাতার শিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট

০৪. স্বামী বিবেকানন্দের পিতা কে ছিলেন ?
উত্তর : বিশ্বনাথ দত্ত

০৫. স্বামীজীর মাতার নাম কি ছিল ?
উত্তর : ভুবনেশ্বরী দেবী

০৬. স্বামীজীর দিদির নাম কি ছিল ?
উত্তর : স্বর্ণময়ী দেবী

০৭. স্বামীজীর ঠাকুরদা কে ছিলেন যিনি সন্ন্যাসগ্রহন করেছিলেন ?
উত্তর : দুর্গাপ্রসাদ দত্ত। তিনিও সন্ন্যাসী হয়ে মাত্র ২৫ বছর বয়সে গৃহত্যাগ করেন।

০৮. পেশায় স্বামীজীর পিতা ছিলেন –
উত্তর : একজন আইনজীবী

০৯. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : নরেন্দ্রনাথ দত্ত 

১০. স্বামীজির সংগীতগুরু কে ছিলেন ?
উত্তর : বেণী ওস্তাদ 

১১. কার কাছ থেকে তিনি তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা পেয়েছিলেন ?
উত্তর : কাশীনাথ ঘোষাল 

১২. বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দেন ?
উত্তর : ক্ষেত্রীর রাজা অজিত সিংহ

১৩. স্বামীজীর বংশের আর একজন সন্ন্যাসী হয়েছিলেন, তিনি কে ?
উত্তর : দুর্গাপ্রসাদ দত্ত (স্বামীজীর ঠাকুরদা ছিলেন)

১৪. স্বামীজীর দিদির নাম কি যিনি ৭২ বছর বেঁচে ছিলেন ?
উত্তর : স্বর্ণময়ী

১৫. স্বামীজীর দুই ভাই এর নাম কি ছিল ?
উত্তর : মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ

১৬. স্বামীজীর কবে এই পৃথিবীতে পদার্পন করেছিলেন ?
উত্তর : ১৮৬৩ খ্রিস্টাব্দ, ১২ই জানুয়ারী, সোমবার

১৭. স্বামীজীর ছোটবেলার নাম “বীরেশ্বর” কে দিয়েছিলেন ?
উত্তর : স্বামীজীর মা ভুবনেশ্বরী দেবী, পরবর্তীকালে এই নাম সংক্ষিপ্ত হয়ে “বিলে” নামে পরিণত হয়

১৮. ১৯৭৯ সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন, এই সাফল্যের জন্য তাঁর পিতা তাঁকে কি উপহার দিয়েছিলেন ?
উত্তর : একটি রুপার ঘড়ি

১৯. কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সংগীত শিক্ষা লাভ করেছিলেন ?
উত্তর : বেণী উস্তাদ

২০. তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা নরেন্দ্রনাথ কার কাছ থেকে পান ?
উত্তর : কাশীনাথ ঘোষাল

২১. নরেন্দ্রনাথের বাবার পেশা কি ছিল ?
উত্তর : ওকালতি

২২. নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় ?
উত্তর : কলকাতার সিমলায়

২৩. স্বামীজী একটি দেবীর স্তোত্র রচনা করেন, স্তোত্রটির নাম কি ?
উত্তর : অম্বা স্তোত্র ( কা তং শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে )

২৪. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন ?
উত্তর : স্বামী সদানন্দ

২৫. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?
উত্তর : বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাতরস রেলস্টেশনে স্টেশন মাস্টার

২৬. স্বামীজী কোন জাহাজে বিদেশে গিয়েছিলেন ?
উত্তর : পেনিনসুলার নামক জাহাজে

২৭. জাহাজে স্বামীজীর সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন, তাঁর নাম কি ?
উত্তর : ব্যারিস্টার ছবিল দাস

২৮. কবে স্বামীজী দ্বিতীয়বারের জন্য লন্ডন যাত্রা করেন ?
উত্তর : ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল

২৯. মঠে স্বামীজীর পালিত কুকুরটির নাম কি ছিল ?
উত্তর : কুকুরটির নাম ছিল – বাঘা, ছাগল ছানার নাম ছিল – মোটরু, মাদি ছাগলের নাম ছিল – হংসী

৩০. নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন ?
উত্তর : ক্ষেত্রীর মহারাজা অজিত সিং

৩১. স্বামীজী কোন বিখ্যাত ব্যক্তিত্বকে চা বানানোর জন্য বেলুড় মঠে আমন্ত্রণ করেছিলেন ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক

৩২. বিবেকানন্দের জন্মদিন সারা ভারতজুড়ে কি হিসেবে পালন করা হয়ে থাকে ?
উত্তর : জাতীয় যুব দিবস

৩৩. শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় ও কবে হয় ?
উত্তর : কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে ১৮৮১ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়

৩৪. পরিব্রাজক স্বামী বিবেকানন্দ কোথা থেকে তাঁর যাত্রা শুরু করেন ?
উত্তর : ১৮৮৮ সালে বারাণসী থেকে পরিব্রাজক বিবেকানন্দ তাঁর যাত্রা শুরু করেন

৩৫. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন ?
উত্তর : স্বামী সদানন্দ

৩৬. স্বামী বিবেকানন্দ কত সালের, কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন ?
উত্তর : ১৮৯৩ সালের  ১১ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তিতা দিয়েছিলেন। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ১১ থেকে ২৭ শে সেপ্টেম্বর বসেছিল ‘দ্য পার্লামেন্ট অব ওয়ার্ল্ড রিলিজিয়নস’

৩৭. ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : মার্গারেট এলিজাবেথ নোবেল

৩৮. স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে কি দিবস হিসাবে পালিত হয় ?
উত্তর : জাতীয় যুব দিবস

৩৯. স্বামী বিবেকানন্দ কত সালের কত তারিখে পরলোক গমন করেন ?
উত্তর : স্বামীজি ১৯০২ সালের ৪ঠা জুলাই বেলুড় মঠে পরলোক গমন করেন

File Details :: 

File Name: স্বামী বিবেকানন্দ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  215 KB


No comments:

Post a Comment