Breaking




Thursday 31 October 2024

ভারতের বিভিন্ন যমজ শহর তালিকা PDF

ভারতের বিভিন্ন যমজ শহর তালিকা PDF || Various Twin Cities List in India PDF

ভারতের বিভিন্ন যমজ শহর তালিকা PDF
ভারতের বিভিন্ন যমজ শহর তালিকা PDF 
স্নেহের ছাত্র ছাত্রী,
তোমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের সেই প্রস্তুতির সুবিধার জন্য বিভিন্ন পরীক্ষায় আশা একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে, আমরা আজ ভারতের বিভিন্ন যমজ শহর পোস্টটি তোমাদের দিচ্ছি।
এই পোস্টটি একটি অন্যতম পোস্ট সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য। তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তালিকা এবং প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ো কারন তোমরা যত সময় নিয়ে খেলা করবে পড়ে সময় তোমাদের নিয়ে খেলা করবে। 

ভারতের যমজ শহর তালিকা
 
যমজ শহর অবস্থান
জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পশ্চিমবঙ্গ
আসানসোল ও দুর্গাপুর পশ্চিমবঙ্গ
কলকাতা ও হাওড়া পশ্চিমবঙ্গ
ব্যারাকপুর ও বারাসাত পশ্চিমবঙ্গ
কোচবিহার ও আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ
জলপাইগুড়ি ও শিলিগুড়ি পশ্চিমবঙ্গ
পন্ডিচেরী ও কুদ্দালোর তামিলনাড়ু
হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা
ভবানী ও কোমারাপালায়াম তামিলনাড়ু
তিরুনেলভেলি ও পাল্লামকোট্টাই তামিলনাড়ু
বেঙ্গালুরু ও হোসুর কর্ণাটক
হুবলি ও ধারওয়াদ কর্ণাটক
প্রয়াগরাজ ও নাইনি উত্তরপ্রদেশ
বারানসি ও মুঘলসরাই উত্তরপ্রদেশ
নয়ডা ও গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ
সাংলি ও মিরাজ মহারাষ্ট্র
মুম্বাই ও নবি মুম্বাই মহারাষ্ট্র
পুনে ও পিম্প্রি চিনচওয়াদ মহারাষ্ট্র
গুয়াহাটি ও দিসপুর আসাম
বিজয়ওয়াদা ও গুন্টুর অন্ধ্রপ্রদেশ
রাঁচি ও হাটিয়া ঝাড়খণ্ড
দুর্গ ও ভিলাই ছত্রিশগড়
কটক ও ভুবনেশ্বর ওড়িশা
কোচি ও এরনাকুলাম কেরালা
সুরাট ও নবসারি গুজরাট
আমেদাবাদ ও গান্ধীনগর গুজরাট

ভারতের যমজ শহর নমুনা প্রশ্ন উত্তর

জলপাইগুড়ির যমজ শহর কোনটি ?
Ans :: ময়নাগুড়ি

❀ আসানসোলের যমজ শহর কোনটি ?
Ans :: দুর্গাপুর

❀ কলকাতার যমজ শহর কোনটি ?
Ans :: হাওড়া

❀ ব্যারাকপুরের যমজ শহর কোনটি ?
Ans :: বারাসাত

❀ কোচবিহারের যমজ শহর কোনটি ?
Ans :: আলিপুরদুয়ার

❀ পন্ডিচেরীর যমজ শহর কোনটি ?
Ans :: কুদ্দালোর

❀ হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
Ans :: সেকেন্দ্রাবাদ

❀ ভবানীর যমজ শহর কোনটি ?
Ans :: কোমারাপালায়াম

❀ তিরুনেলভেলির যমজ শহর কোনটি ?
Ans :: পাল্লামকোট্টাই

❀ বেঙ্গালুরুর যমজ শহর কোনটি ?
Ans :: হোসুর

❀ হুবলির যমজ শহর কোনটি ?
Ans :: ধারওয়াদ

❀ প্রয়াগরাজের যমজ শহর কোনটি ?
Ans :: নাইনি

❀ বারানসির যমজ শহর কোনটি ?
Ans :: মুঘলসরাই

❀ নয়ডার যমজ শহর কোনটি ?
Ans :: গ্রেটার নয়ডা

❀ সাংলির যমজ শহর কোনটি ?
Ans :: মিরাজ

❀ মুম্বাইয়ের যমজ শহর কোনটি ?
Ans :: নবি মুম্বাই

❀ পুনের যমজ শহর কোনটি ?
Ans :: পিম্প্রি চিনচওয়াদ

❀ গুয়াহাটির যমজ শহর কোনটি ?
Ans :: দিসপুর

❀ বিজয়ওয়াদার যমজ শহর কোনটি ?
Ans :: গুন্টুর

❀ রাঁচির যমজ শহর কোনটি ?
Ans :: হাটিয়া

❀ দুর্গ-এর যমজ শহর কোনটি ?
Ans :: ভিলাই

❀ কটকের যমজ শহর কোনটি ?
Ans :: ভুবনেশ্বর

❀ কোচির যমজ শহর কোনটি ?
Ans :: এরনাকুলাম

❀ সুরাটের যমজ শহর কোনটি ?
Ans :: নবসারি

❀ আমেদাবাদের যমজ শহর কোনটি ?
Ans :: গান্ধীনগর

ভারতের যমজ শহরের  PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের বিভিন্ন যমজ শহর তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  125 KB


No comments:

Post a Comment